কারিগরি শিক্ষায় শিক্ষিত চাকুরী প্রত্যাশীদের নিয়ে সম্পন্ন হলো ২০ মে ২০২৩খ্রিঃ শনিবার দিনব্যাপী কারিগরি চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এবং আইএলও স্কিলস ২১ প্রকল্পের সহায়তায় সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সম্পন্ন হলো কারিগরি চাকরি মেলা।কারিগরি চাকরি মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিহান উদ্দিন, পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সিলেট বিভাগ, সিলেট ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর জনাব সোহরাব হোসেনের সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ জনাব সন্তোষ চন্দ্র দেবনাথ মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব তাহমিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস শহীদ খান, ইউসেফ সিলেট অঞ্চলের ব্যবস্থাপক জনাব কাইয়ুম মোল্লা, সিলেট মহিলা কারিগরি শিক্ষা কেন্দ্রের প্রতিনিধি জনাব নূর মোহাম্মদ।