luckygetpin-up1 win onlineaviatormosbet

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (SIMT)-এ ভর্তি চলছে


কারিগরি নিউজ ২৪ প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ /
সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (SIMT)-এ ভর্তি চলছে

৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে-২২ তম ব্যাচে ১৪টি টেকনোলজিতে ৩২০০০/- সরকারি বৃত্তি সুবিধাসহ ভর্তি চলছে।

SSC এবং HSC উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরির নিশয়তাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।

কোর্স সমূহঃ

১। কম্পিউটার সায়েন্স টেকনোলজি

২। সিভিল টেকনোলজি

৩। ইলেকট্রিক্স টেকনোলজি

৪। অটোমোবাইল টেকনোলজি

৫। মেকানিক্যাল টেকনোলজি

৬। টেলিকমিউনিকেশন টেকলনোলজি

৭। আর্কিটেকচার টেকনোলজি

৮। ইয়ার্ন ম্যানুফেকচারিং (টেক্সটাইল টেকনোলজি)

৯। ফেব্রিক মুয়ান্যফেকচারিং (টেক্সটাইল টেকনোলজি)

১০। ওয়েট ম্যানুফেকচারিং (গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি)

১১। এপারেল ম্যানুফেকচারিং (গার্মেন্টস ডিজাইন এন্ড মেকিং টেকনোলজি)

১২। ইলেকট্রিক্যাল টেকনোলজি

১৩। মেরিন ইঞ্জিনিয়ার

১৪। শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার

ভর্তি যোগ্যতাঃ এস.এস.সি/সমমান পরীক্ষায় যে গ্রুপ (বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক) থেকে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ। যে কোন সালের পাসকৃতরা ভর্তি হতে পারবেন।

বিঃদ্রঃ

১। HSC ( ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে শূন্য আসনে সরাসরি ৪র্থ পর্বে ( ৪র্থ সেমিস্টার) ভর্তি হওয়ার সুযোগ।

২। HSC বিজ্ঞান বিভাগ ( উচ্চতর গনিতসহ) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শূন্য আসনে সরাসরি ৩য় পর্বে ভর্তির সুযোগ।

আমাদের অনন্য বৈশিষ্ট্যঃ

১। নিজস্ব ১০ তলা ভবনে স্থায়ী ক্যাম্পাস।

২। ১০০% চাররির নিশ্চয়তাসহ দরিদ্র ও মেধাবীদের জন্য কোর্স চলাকালীন পার্ট টাইম চাকরির ব্যবস্থা।

৩। সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা ক্লাস ও ল্যাব রুম মনিটরিং করা হয়।

৫। দেশের সকল বেসরকারি পলিটেকনিকের মধ্যে টপ ০৩ এর মধ্যে আমাদের প্রতিষ্ঠান আছে।

৬। প্রতি সেমিস্টারে ৪,০০০/- টাকা করে মোট ৩২,০০০/- টাকা সরকারি উপবৃত্তি পাওয়ার ব্যবস্থা আছে।

৭। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব সমূহ

৮। দক্ষ ও প্রশিক্ষন প্রাপ্ত স্থায়ী শিক্ষক-মন্ডলী দ্বারা পরিচালিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্র সমূহঃ

১। উপ-সহকারী প্রকৌশলী পদে সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।

২। মিল কারখানা সহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ রয়েছে।

৩। পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বোর্ড, টি এন্ড টি, টেলিভিশন, বেতার, আনবিক শক্তি কমিশন, আবহাওয়া অধিদপ্তর, ভোকেশনাল স্কুল- কলেজ, কারিগরি বিষয়ে শিক্ষক, সিটি কর্পোরেশন সমূহ, পৌরসভা সমূহ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ বিমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি, ব্যাংক, পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ, টিটিসি ছাড়াও অন্যান্য সহকারী প্রতিষ্ঠানে রয়েছে চাকরির সুযোগ।

৪। সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।

যোগাযোগঃ সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (SIMT)  বি আর টিএ সন্নিকটে (আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পিছনে)

M/3, Section Mirpur 13, Dhaka

E-mail: simt.dhaka@gmail.com

Hotline: 01936005816, 01936005817, 01936005818

x