luckygetpin-up1 win onlineaviatormosbet

রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট ( RIMT) এ ভর্তি চলছে


কারিগরি নিউজ ২৪ প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ /
রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট ( RIMT) এ ভর্তি চলছে

৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে-১৮ তম ব্যাচে ৭ টি টেকনোলজিতে ৩২০০০/- সরকারি বৃত্তি সুবিধা সহ ভর্তি চলছে।

কোর্সসমূহঃ

ডিপ্লোমা-ইন- সিভিল ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা-ইন- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা-ইন-ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা-ইন- মার্চেন্ডাইজিং ও মার্কেটিং স্পেশালাইজেশন

ওয়েট প্রসেসিং

এপারেল ম্যানুফেকচারিং

ভর্তির যোগ্যতাঃ

SSC/ সমমান পরীক্ষায় যে কোন বিভাগ থেকে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ।

HSC (ভোকেশনাল) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

ল্যাব সুবিধাঃ

কম্পিউটার সফটওয়্যার ল্যাব

নেটওয়ার্কিং ল্যাব

ক্যাড এন্ড গ্রাফিক্স ল্যাব

সিভিল টেস্টিং এন্ড প্লাম্বিং ল্যাব

সার্ভেয়িং ল্যাব

ড্রয়িং ল্যাব

পিএলসি মাইক্রো কন্ট্রোলার এন্ড অটোমেশিন ল্যাব

ইলেকট্রিক্যাল মেজারমেন্ট এন্ড ওয়্যারিং ল্যাব

ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব

ইন্ডাস্টরিয়াল ইলেকট্রনিক্স ল্যাব

লেদ মেশিন ল্যাব

ওয়েল্ডিং ল্যাব

অটোমোবাইল এন্ড ইঞ্জিন ল্যাব

টেক্সটাইল মেশিন ল্যাব

টেক্সটাইল টেস্টিং ল্যাব

গার্মেন্টস এন্ড ফ্যাশন ল্যাব

ফেব্রিক ম্যানুফেকচারিং ল্যাব

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব

ফিজিক্স ল্যাব

কেমিস্ট্রি ল্যাব

রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট এর ব্যতিক্রম বৈশিষ্টঃ

রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট Job Placement Cell- এর মাধ্যমে পাশকৃত সকল ছাত্র-ছাত্রীদের চাকুরী প্রাপ্তি নিশ্চিত করে।

ছাত্রীদের জন্য মাসিক বেতনের ২৫% ছাড়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পড়ার যুযোগ।

ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক মাসিক ৮০০/- টাকা বৃত্তি প্রদান।

টেকনিক্যাল ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা এমন ভাবে পাঠদান করা হয় যে, কোন প্রকার গৃহ শিক্ষকের প্রয়োজন হয় না।

প্রত্যেক সেমিষ্টারে ১০০% ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরষ্কৃত করা হয়। প্রত্যেক সেমিষ্টার পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র/ছাত্রীদের সেমিষ্টার ফি (নির্দিষ্ট পরিমান) মওকুফ করা হয়।

ইন্ডাস্ট্রি রিলেটেড কাজের দক্ষতা বৃদ্ধির জন্য ইন্ডাস্ট্রি থেকে গেস্ট লেকচারার আমন্ত্রণ করা হয়।

হেলথ কার্ডের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের মেডিকেল চেক আপ এর ব্যবস্থা।

প্রত্যেক সেমিস্টারে কর্মক্ষেত্রের বাস্তব জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মিল/ফ্যাক্টরী পরিদর্শন করানো হয়।

রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট এর নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশে পাঠদান করা হয়।

ফ্রি WiFi সমৃদ্ধ ক্যাম্পাস।

ছাত্র/ছাত্রীদের হাই স্প্রিড ইন্টারনেট সমৃদ্ধ কম্পিউটার ল্যাব ব্যবহার করে Infomation Super Highway থেকে শিক্ষণীয় বিষয়ে জ্ঞান আহরণ করে পারে।

মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে সর্বাধিক ব্যবহারিক ক্লাস ও ল্যাবের সুবিধা

SMS এর মাধ্যমে ছাত্র/ছাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের ব্যবস্থা।

CC ক্যামেরার মাধ্যমে ক্লাস ও ল্যাব মনটরিং এর ব্যবস্থা।

দক্ষ ব্যবস্থাপণার মাধ্যমে পরিচালিত।

ধূমপান ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্র সমূহঃ

উপ-সহকারী প্রকৌশলী পদে সরকারী প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।

মিল কারখানা সহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাকরির সুযোগ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টি এন্ড টি, টেলিভিশন, বেতার, আনবিক শক্তি কমিশন, আবহাওয়া অধিদপ্তর, ভোকেশনাল স্কুল-কলেজ-কারিগরি বিষয়ক শিক্ষক, সিটি কর্পোরেশনসমূহ পৌরসভা সমূহ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিমান বাংলাদেশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থ্রিটি, ব্যাংক, পল্লীবিদ্যুত, ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ, টিটিসি ছাড়াও অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের রয়েছে চাকরিটি চাকরির সুযোগ।

সকারী চাকরির পাশাপাশি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিদের জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।

যোগাযোগঃ

রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট

মধ্যপাড়া বাড়েরা (ঢাকা বাইপাস ও আকুয়া বাইপাসের মাঝামাঝি ওয়ার্ড নং-২৬ ময়মনসিংহ সিটি

কর্পোরেশন, ময়মনসিংহ

ফোনঃ ০১৯৩৬০০৫৮৫১, ০১৭৬৭৮০১০৪৮

Email: rumdo.mym@gmail.com

অনলাইনে ভর্তি হতেঃ http://rumdopoly.edu.bd/online-admission/

x