আজ সকাল ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে জিস্ট প্রিমিয়ার লীগ জিপিএল টি-টেন (১০) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলার শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ এবং শান্তির প্রতীক পায়ড়া উড়ানো ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। এরপর জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সাইলেন্ট কিলার থ্রি, আনভিডেবল সেভেন নামে দুটি দলে খেলায় অংশ গ্রহণ করে। নির্ধারিত খেলা শেষে সাইলেন কিলার ৬ উইকেটে আনভিডেবল সেভেন দলকে পরাজিত করে শিরোপা লাভ করেন।
খেলা শেষে জিস্ট পলিটেকনিকের ইন্সট্রাক্টর ও রেজিশট্রার ইঞ্জিঃ সৈয়দ সাকিল এর উপস্থপনায় উদ্ধোধক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় উপসচিব ড. প্রকৌশলী জাকারিয়া আব্বাসীর উপস্থিতিতে বিশেষ সম্মাননা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দাতা সদস্য, শাহ শের আলী গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক ডঃ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক হাফিজ আহমেদ।
এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সাহেব আলী। গজারিয়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মুন্সীগজের কাগজ পত্রিকার সম্পাদক আরফিন মোল্লা, কনসালটেন্ট ডাঃ শাহজাহান খান, বিশিষ্ট রাজনৈতিক শাহআলম, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ হোসেন, এক্সিন গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক ইঞ্জিঃ মহিদুল ইসলাম মিশন, সাবেক জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মহসিন মিয়া, বেলজিয়াম প্রবাসী মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিকের প্রিন্সিপাল ইঞ্জিঃ মামুন শরীফ।
সভায় খেলাধুলার প্রয়োজনীয়তার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জনের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তাগণ। সভা শেষে অতিথিবৃন্দের হাত থেকে বিজয়ী দলের ট্রফি সহ বিভিন্ন সময়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া থানার তদন্ত অপারেশন অফিসার আজাদ রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউপি সদস্য, শিক্ষার্থী, কর্তব্যরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।