luckygetpin-up1 win onlineaviatormosbet

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা-২০২২ এর ফরম ফিলাপের বিজ্ঞপ্তি


কারিগরি নিউজ ২৪ প্রকাশের সময় : মে ২০, ২০২৩, ৯:৫০ পূর্বাহ্ণ /
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা-২০২২ এর ফরম ফিলাপের বিজ্ঞপ্তি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভূক্ত শিক্ষার্থীদের ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্ব নিয়মিত ২য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২২ এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভূক্ত ৫ম ও ৭ম পর্ব নিয়মিত এবং ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২২ আগামী ২১ জুন, ২০২৩ খ্রি. রোজ বুধবার হতে বোর্ড নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং নির্ধারিত কেন্দ্র তালিকা যথাসময়ে অবহিত করা হবে। উক্ত পরীক্ষার প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে অবহিত হওয়া যাবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটেও পাওয়া যাবে। উল্লেখ্য, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রে অনলাইনে পরীক্ষার প্রশ্নপত্র প্রেরণ করা হয় বিধায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা াকায় পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

২। পরীক্ষার তথ্যাদি :
ক. প্রতিষ্ঠান মূল্যায়ন (২০১৬ প্রবিধানভূক্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য):
(১) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অনুমোদিত ২০১৬ প্রবিধানভুক্ত ৩য় পর্ব অনিয়মিত পরীক্ষা লিথুবিহীন উত্তরপত্রে গ্রহণ করতে হবে এবং উত্তরপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করতে হবে।
(২) এইচএসসি (বিজ্ঞান) বিভাগ হতে উত্তীর্ণ হয়ে সরাসরি ৩য় পর্বে এবং এইচএসসি (ভোক) বিভাগে উত্তীর্ণ হয়ে সরাসরি ৪র্থ পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম ও ৩য় পর্বের মেকআপ বিষয়ের পরীক্ষা লিথুবিহীন উত্তরপত্রে গ্রহণ করতে হবে এবং উত্তরপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করতে হবে। এ ধরনের শিক্ষার্থীদের ফরমফিলাপের সময় probable list এর Edit অপশনে গিয়ে মেকআপ বিষয়গুলো Add করে Entry করতে হবে। মেকআপ বিষয়ের পরীক্ষার ফি হিসেবে মূল পর্বের ফি এর সাথে প্রতি পর্বের জন্য ৩য় পর্বের ন্যয় অতিরিক্ত ফি আদায় করতে হবে এবং
২২৫/- টাকা বোর্ডে প্রেরণ করতে হবে।
খ. বোর্ড মূল্যায়ন:
(১) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অত্র বোর্ডের অনুমোদিত ২০২২ প্রবিধানভুক্ত সিলেবাসে বর্ণিত সংশ্লিষ্ট বিষয়ের আচরণ ভিত্তিক পাঠ্যসূচি ও মান বন্টন অনুযায়ী ১ম, ২য় ও ৩য় পর্বের বিষয়সমূহের পরীক্ষা লিথুযুক্ত উত্তরপত্রে গ্রহণ করতে হবে
এবং বোর্ডে প্রেরণকরতে হবে।
(২) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অত্র বোর্ডের অনুমোদিত ২০১০ ও ২০১৬ প্রবিধানভুক্ত সিলেবাসে বর্ণিত সংশ্লিষ্ট বিষয়ের আচরণ ভিত্তিক পাঠ্যসূচি ও মান বন্টন অনুযায়ী ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্বের বিষয়সমূহের পরীক্ষা লিথুযুক্ত উত্তরপত্রে গ্রহণ করতে হবে এবং বোর্ডে প্রেরণ করতে হবে।
(৩) ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ৩য়, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্বের বিষয়সমূহের পরীক্ষা লিথুযুক্ত উত্তরপত্রে গ্রহণ করতে হবে এবং বোর্ডে প্রেরণ করতে হবে।
(৪) এলাইড গ্রুপের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীদের সমতুল্য সনদ প্রাপ্তির জন্য মূল টেকনোলজির ২০১৬ প্রবিধানের সকল মেকআপ বিষয়ের পরীক্ষা (১ম, ২য় বা ৩য় পর্বের বিষয়সহ) লিথুযুক্ত উত্তরপত্রে গ্রহণ করতে হবে এবং
মূল্যায়নের জন্য বোর্ডে প্রেরণ করতে হবে।
গ. কম্পিউটার টেকনোলজির ৭ম পর্বে অপশনাল বিষয় নির্বাচন: কম্পিউটার টেকনোলজির ৬ষ্ঠ ও ৭ম পর্বে একই গ্রুপের বিষয় অধ্যয়ন করে পরীক্ষা দিতে হবে অর্থাৎ ৬ষ্ঠ পর্বে নির্বাচিত গ্রুপ ৭ম পর্বে পরিবর্তনের কোন সুযোগ নেই। তাই প্রতিষ্ঠানসমূহকে তাদের ৭ম পর্বের শিক্ষার্থীদের ফরমফিলাপ করার সময় এ বিষয়টি Edit করার প্রয়োজন নেই ।

ঘ. সাধারণ নির্দেশনা :
(১) সকল পর্বের সকল বিষয়ের পরীক্ষা সংশ্লিষ্ট প্রবিধান ও কোর্স স্ট্রাকচার অনুসারে পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে গ্রহণ করা হবে।
(২) বোর্ডের এফিলিয়েশন শাখা হতে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এফিলিয়েশন ফি বকেয়া নাই মর্মে প্রত্যয়নপত্র সংগ্রহ করে ফরম ফিলাপের ডিডি জমা দেয়ার সময় জমা দিতে হবে, অন্যথায় ফরম ফিলাপের ডিডি গ্রহণ করা হবে না। তাই ডিডি জমা দেয়ার জটিলতা ও উদ্বিঘ্নতা পরিহার করার জন্য পূর্বেই এফিলিয়েশন ফি বকেয়া নাই মর্মে প্রত্যয়নপত্র সংগ্রহ উত্তম।
(৩) প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নকৃত প্রতিষ্ঠানের সচল মোবাইল নম্বর এবং Email ID ফরম ফিলাপের ডিডি জমা দেয়ার সময় অত্র শাখায় জমা দিতে হবে। যদি কোন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তন হয়ে থাকে তা ঠিকানা পরিবর্তনের কপিসহ উক্ত সময়ের মধ্যে জমা
দিতে হবে।
৩। পরীক্ষার ফরম পুরণের নিয়মাবলী:
৩.১ নির্ধারিত তারিখের মধ্যে অত্র বোর্ডের Website এর মাধ্যমে সকল পর্বের ফরম পূরণ Online এ সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তির ৫.১০ অনুচ্ছেদে বর্ণিত Online এন্ট্রির নির্ধারিত সময়সীমার পরে Final List প্রিন্ট করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে। Final List Print করার পর আর কোনও Edit করা যাবে না।
পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত Final List এর প্রিন্ট-আউট কপিই (নির্ধারিত ফি প্রদানসহ) পরীক্ষার ফরম পূরণ হিসেবে বিবেচ্য হবে। ফরম পূরণের প্রিন্ট আউট কপি ও ব্যাংক ড্রাফট জমা দেয়ার সময় পরীক্ষার্থীের একটি পূর্নাঙ্গ তালিকা (সংযুক্ত ছক-০১ এর ফরম্যাট অনুযায়ী) এবং Online-এ পূরণকৃত ফরম ফিলাপ (EFF) এর Final List (পরীক্ষার্থীর স্বাক্ষরকৃত), Total Student List জমা দিতে হবে।
৩.৩ বোর্ডে প্রেরিত Final List এর প্রিন্ট আউট কপি ও ফরম ফিলাপ সংক্রান্ত অন্যান্য ডকুমেন্টস্ এর ফটোকপি অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে উক্ত পরীক্ষার্থীদের যে কোন সমস্যায় উল্লেখিত ডকুমেন্টস্ এর ফটোকপিসহ বোর্ডে আবেদন করতে হবে।
৩.৪Total Question Count List অত্র বোর্ডের গোপনীয় শাখায় (ভবন-২, ৮ম তলা) অবশ্যই জমা দিতে হবে।
৩.৫ফরম ফিলাপের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের বৈধ পরীক্ষার্থীদের Probable List দেখতে পাবে যা Final List এ নিয়ে অনলাইন ফরমফিলাপ সম্পন্ন করতে হবে। কোনও পরীক্ষার্থীর নাম Probable List এ না থাকলে Add Record এর মাধ্যমে তাদের তথ্য অন্তর্ভূক্ত করা যাবে। তবে, প্রবিধান মোতাবেক সকল শর্ত পূরণ না হলে এসব শিক্ষার্থীর নামে প্রবেশপত্র ইস্যু করা হবে না।

x