luckygetpin-up1 win onlineaviatormosbet

কারিগরি শিক্ষা বোর্ডের ফরম পূরণের সময় বৃদ্ধি


কারিগরি নিউজ ২৪ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ /
কারিগরি শিক্ষা বোর্ডের ফরম পূরণের সময় বৃদ্ধি

ফরম পূরণের সময় বাড়ানোসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ডিসেম্বর প্রকাশিত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ফরম পূরণের সময়সীমা বাড়ানো হলো।

পরিবর্তিত সময় অনুযায়ী বিলম্ব ফি ব্যতীত ফরম পূরণের ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ২৮ ডিসেম্বর। ৩০০ টাকা বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ব্যাংক ড্রাফট এবং অনলাইনে ফরম পূরণের ডেটা এন্ট্রি করতে হবে ২৯ ডিসেম্বর ব্যাংকিং সময়ের মধ্যে।

২০২২ প্রবিধানভুক্ত ১ম পর্বের যেসব শিক্ষার্থী ৫ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে চার বা ততোধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, সেই শিক্ষার্থীরা প্রবিধানের ৫.২.২ অনুচ্ছেদ মোতাবেক আসন্ন পরীক্ষায় ১ম পর্বের জন্য নির্ধারিত ফির অনুরোপ (শিক্ষার্থীপ্রতি পরীক্ষার ফি ৪০০, নম্বরপত্র ফি ৭৫, প্রশ্নপত্র ব্যবস্থাপনা ২০ ও কেন্দ্র ফি ৪৫০ এবং ব্যবহারিক প্রতি বিষয়ে ২৫ টাকা) হারে ফি দিয়ে শুধু অকৃতকার্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবেন। ২০১৬ প্রবিধানভুক্ত ২য় পর্ব অনিয়মিত কোনো পরীক্ষার্থী যদি থাকে, তাঁদের ফরম পূরণ Add Record করে data entry করতে হবে।

x