অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রমে TC ও PC নম্বর এবং অনলাইন ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রম পরিচালিত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসকল প্রতিষ্ঠান এখনও জানুয়ারি-ডিসেম্বর, ২০২৪ সেশনের ১ম পর্ব নিয়মিত ও ১ম পর্ব (অনিয়মিত) এবং ২য় পর্ব (অনিয়মিত) বোর্ড সমাপনী/চূড়ান্ত মূল্যায়ণ পরীক্ষায় (রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে) শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তাত্ত্বিক ধারাবাহিক (TC) নম্বর ও ব্যবহারিক ধারাবাহিক (PC) নম্বর প্রদান এবং অনলাইন ফরম পূরণ (Online form fill up) করেননি, তাদেরকে নিম্নোক্ত তারিখ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো:
জানুয়ারি-ডিসেম্বর, ২০২৪ সেশনের ১ম পর্ব সমাপনী পরীক্ষার্থীদের তাত্ত্বিক ধারাবাহিক (TC) নম্বর ও ব্যবহারিক ধারাবাহিক (PC) নম্বর বোর্ডর অনলাইনে এন্ট্রি/প্রেরণ করতে হবে। উল্লেখ্য, তাত্ত্বিক ধারাবাহিক (TC) নম্বর ও ব্যবহারিক ধারাবাহিক (PC) নম্বর এর ক্ষেত্রে পরীক্ষার্থী অনুত্তীর্ণ হলে ফরম পুরণ করার সুযোগ পাবে না। TC / PC এর উত্তীর্ণমান ৪০%:
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক তাত্ত্বিক ধারাবাহিক (TC) নম্বর ও ব্যবহারিক ধারাবাহিক (PC) নম্বর বোর্ডের অনলাইনে এন্ট্রির তারিখ ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
Online- এ
পরীক্ষার্থীদের ফরম পুরণের তারিখ
৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. হতে ০৪ অক্টোবর, ২০২৪ খ্রি. পর্যন্ত
নির্ধারিত তারিখের পরে শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০/- বিলম্ব ফিসহ ফরম পূরণের তারিখ
০৫ অক্টোবর, ২০২৪ খ্রি.
শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পরীক্ষার ফরম পূরণকারী পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট ও সোনালী সেবায় ফি প্রদানের তারিখ
০৭ অক্টোবর, ২০২৪ খ্রি. হতে ১০ অক্টোবর, ২০২৪ খ্রি. পর্যন্ত
১.১ উপরোক্ত তারিখ অনুযায়ী পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে অধিকরত যত্নশীল ও দায়িত্ববান হওয়ার জন্য অনুরোধ করা হলো;
১.২ কোনোক্রমেই ফরম পূরণ (Online Form Fill up) এর উক্ত সময়সীমা বৃদ্ধি করা হবে না। উক্ত তারিখের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপর এর প্রভাব পরলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর জন্য দায়ী থাকবেন। এর দায়ভার বোর্ডের উপর বর্তাবে না।
০২. পরীক্ষার অন লাইন ফরম পূরণ (Online form fill up) এর নিয়মাবলি :
২.১ পরীক্ষায় অংশগ্রহণকারি পরীক্ষার্থীদের অত্যন্ত সাবধানতার সহিত নির্ধারিত তারিখের মধ্যে অত্র বোর্ডের Website এর মাধ্যমে Online এ ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এইখানে
আপনার মতামত লিখুন :