luckygetpin-up1 win onlineaviatormosbet

চিটাগাং সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট (CSTI) এ বিশেষ ছাড়ে ভর্তি চলছে।


কারিগরি নিউজ ২৪ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ /
চিটাগাং সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট (CSTI) এ বিশেষ ছাড়ে ভর্তি চলছে।

(চিটাগাং সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট) এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং সিভিল – কম্পিউটার সায়েন্স -ইলেকট্রিক্যাল – মেকানিক্যাল – ইলেকট্রনিক্স টেকনোলজিতে সীমিত সংখ্যক আসনে সেমিষ্টার ফিতে বিশেষ ছাড়ে ভর্তি চলছে।

টেকনোলজিসমূহ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও ফলাফলে শীর্ষস্থানীয় পলিটেকনিক ইন্সটিটিউট (CSTI) ২২-২৩ শিক্ষাবর্ষে ১৯তম ব্যাচে ৪ বৎসর মেয়াদী

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সিভিল 

ইলেকট্রিক্যাল মেকানিক্যাল

কম্পিউটার সায়েন্স 

ইলেকট্রনিক্স টেকনোলজি

সেমিষ্টার ও পরীক্ষার ফি সমূহ

ভর্তি ফি

সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল টেক.৩৫০০/-

কম্পিউটার সায়েন্স এন্ড টেক./ইলেকট্রনিক্স টেক. ৩৫০০/-  

সেমিষ্টার ফি

সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল টেক.১২,০০০/

কম্পিউটার সায়েন্স এন্ড টেক./ইলেকট্রনিক্স টেক. ১২,০০০/-

পরীক্ষার ফি

পৰ্ব মধ্য পরীক্ষার ৪০০/-

বোর্ড সমাপনী পরীক্ষার ফিঃ বোর্ড কর্তৃক

নির্ধারিত ভর্তি ফি, সেমিষ্টার ফি ও পরীক্ষার ফি ছাড়া আর কোন ফি পরিশোধ করতে হয় না ।

সুযোগ-সুবিধা ও বৃত্তি

ছাত্রীদের জন্য সেমিষ্টার ফি ৫০%।

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি প্রতি সেমিষ্টারে ৪,০০০/- টাকা।

এসএসসি/সমমানের পরীক্ষায় GPA-৫.০০ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকদের ১ম সেমিষ্টার ফি সম্পূর্ণ ফ্রি।

এসএসসি/সমমানের পরীক্ষায় GPA ৪.৫০ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকদের ১ম সেমিষ্টার ফি ৫০% ফ্রি।

এসএসসি/সমমানের পরীক্ষায় GPA-8.00 প্রাপ্ত ভর্তি ইচ্ছুকদের ১ম সেমিষ্টার ফি ৩০% ফ্রি।

 ক্লাসে ৮০% উপস্থিত থাকলে উক্ত সেমিস্টারে ৫০০/- (পাঁচশত) টাকা ‘হাজিরা বৃত্তি প্রদান ।

 পর্ব সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হলে ৫০০/- (পাঁচশত) টাকা ‘মেধা বৃত্তি’ প্রদান ।

 প্রতি পর্বে বোর্ড সমাপনী পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের জন্য পরবর্তী সেমিষ্টার ফি ফ্রি।

গরীব, মেধাবী, উপজাতি, দ্বীপাঞ্চলীয় ও মুক্তিযোদ্ধা পোষ্য ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা ।

এককালীন সেমিষ্টার ফি পরিশোধ করলে ৫০০ টাকা মওকুফ।

ভর্তির সময় প্রদেয় কাগজপত্রাদি

SSC/সমমানের পরীক্ষার মূল মার্কশীট (নম্বরপত্র)।

৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।

[ SSC/সমমানের পরীক্ষার প্রবেশপত্র, রেজি:কার্ড ও মার্কশীটের (নম্বরপত্র) ২ কপি ফটোকপি।

চিটাগাং সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট (CSTI)

২৯৩, নাছিরাবাদ (টেকনিক্যাল মোড়), বায়েজিদ বোস্তামী রোড, চট্টগ্রাম।

02-41380370, 01854-325130, 01819-974190
x