সিসিইআর পলিটেকনিক ইন্সটিটিউট ভর্তি চলছে
SSC উত্তীর্ণ শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন টেকনোলজি সমূহে ২০২৩-২৪ সেশনে ভর্তি চলছে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য কেন CCER কে প্রাধান্য দিবেন তাত্ত্বিক ও ব্যবহারিক ল্যাব সহ প্রজেক্ট ও প্রেজেন্টেশনের ব্যবস্থা রয়েছে।
সরকারী ভাবে ৩২,০০০/- টাকা শিক্ষাবৃত্তির সুযোগ।
আমাদের রয়েছে স্টেপ বৃত্তিসহ শিক্ষা মন্ত্রণালয় টাকা প্রাপ্তির 100% নিশ্চয়তা।
CCER পলিটেকনিক থেকে ৪০,০০০/- টাকা মেধাবৃত্তির সুযোগ।
এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেমিস্টারের বিশেষ ছাড় ।
দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্ণশিপ/চাকুরির সুযোগ।
Bkash /Online Banking এর মাধ্যমে সকল প্রকার ফি পরিশোধ করা যায়।
ভর্তি যোগ্যতা:
SSC / সমমান পরীক্ষায় পাশকৃত যেকোন Group থেকে minimum GPA ২.00 পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
HSC (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন??
স্বল্প সময়ে উপ সহকারী প্রকৌশলী হওয়ার সুযোগ।
স্বল্প সময়ে চাকরির সুযোগ।
দক্ষতা অর্জন ও অর্থনৈতিক উন্নয়ন।
এবং উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার তৈরি।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রসমূহঃ
১। উপ-সহকারি প্রকৌশলী পদে সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।
২। মিল কারখানাসহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাকরির সুযোগ রয়েছে।
৩। সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।
যোগাযোগ এর ঠিকানাঃ
১৭২৪, মাহমুদুল হক খান প্লাজা, রায়েরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন, (কদমতলী থানা রোড), ঢাকা-১৩৬২ ।
Hotline: 01906988000, 01796529983